নগরে পৃথক অভিযানে ৭ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৮:২৭:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে কয়েক ঘন্টার ব্যবধানে পৃথক অভিযানে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এরমধ্যে সোমবার সন্ধ্যায় লাক্কাতুরা থেকে ৩ জন এবং মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর রিকাবিবাজার থেকে ৪ জনকে আটক করা হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ থানার -গৌরীনগর গ্রামের সুরকম আলীর পুত্র ফয়জুল হক (২৬), নগরের এয়ারপোর্ট থানার লাক্কাতুরা চা বাগান এলাকার মিলন লোহার পুত্র মিশু লোহার (২৪) ও একই এলাকার ব্রজ লোহার পুত্র ক্ষয় লোহার (১৯)।
এদিকে মঙ্গলবার বিকেল ৪টার দিকে নগরীর রিকাবিবাজারস্থ বশির মিয়ার রিকশা গ্যারেজ থেকে ৪জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- সিলেটের বিয়ানীবাজারের উজানডাকি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ফারুক হোসেন (৫৯), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামের মো. মতিউর রহমানের ছেলে ফয়সল আহমদ (২১), কোতোয়ালী থানার চিটাগাঙ কলোনির ফকির মিয়া ওরফে সেলিমের ছেলে জিসান (১৯) ও নগরীর ঘাসিটুলা লামাপাড়ার আব্দুর রহিমের ছেলে মো. সাগর (২৮)।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পৃথক অভিযানে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







