কোম্পানীগঞ্জে ফের সাদাপাথর জব্দ
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৮:২৮:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : কোম্পানীগঞ্জ থেকে আবারো লুট করা সাদাপাথর জব্দ করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে দুটি ট্রাক ভর্তি ভাঙ্গা সাদাপাথর আটক করে থানা পুলিশ। এসময় দুইজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।
আটককৃতরা হলেন- বগুড়ার নরুইল গ্রামের পটু মিয়ার ছেলে রেজওয়ান (২৭) ও কালিবালা গ্রামের কুকা মিয়ার ছেলে আরিফুল (৩৫)।
মঙ্গলবার বিকেলে দৈনিক জালালাবাদকে এর সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ জানান, ট্রাকসহ দুজনকে আটক করে উপজেলা ভূমি কর্মকর্তার হেফাজতে দেয়া হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আটক দুইজনকে ৭৫ হাজার করে দেড় লক্ষ টাকা অর্থদÐ সাপেক্ষে তাদেরকে ছেড়ে দেয়া হয়।







