মোগলাবাজারে ইয়াবাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৮:৪০:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের মোগলাবাজার থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে মোগলাবাজার তুরুকখোলা এলাকার আজির উদ্দিনের মালিকানাধীন একটি দোকান ঘর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোগলাবাবাজার থানার হরগৌরি গ্রামের বাবুল মিয়ার পুত্র সুমন আহমদ (৩৫) ও একই থানার বাটিয়ারচর এলাকার নুরুল ইসলামের পুত্র রুমন আহমদ (২০)। অভিযানে তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাদক আইনের মামলায় আটককৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।







