দক্ষিণ সুরমায় গাঁজাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৮:৪০:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা গাজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে ১২টার দিকে মোল্লারগাঁও ইউপির লামা হাজরাই রেলব্রীজের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- লামাহাজরাই গ্রামের ইন্তাজ আলীর ছেলে হুশিয়ার আলী (৫০) ও একই গ্রামের মৃত আব্দুল খালিক ওরফে শম্ভুর ছেলে কবির মিয়া (৪৮)। তাদের কাছ থেকে মোট ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাদক আইনের মামলায় আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ৃ







