গোয়াইনঘাটে মহিষের আক্রমণে আহত ১২
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৫, ৭:০৫:৫৭ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে ভারত থেকে আসা চোরাই মহিষের আক্রমণে নারী পুরুষসহ ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মহিষগুলো হাওরে বিচরণ করায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সকাল সাতটার দিকে উপজেলা সদর সংলগ্ন পূর্নানগর উত্তর কুটরঘাটের হাসিব মিয়ার বাড়িতে উঠে তার স্ত্রী সুরতুন (৫৫)কে আক্রমণ করে। মাকে রক্ষা করতে মেয়ে জেসমিন (৩০) এগিয়ে আসলে তিনিও গুরুতর আহত হন। পরে নয়ানগর গ্রামের ইমামউদ্দিন তাদের দেখতে গেলে দুটি মহিষ তার উপরও আক্রমণ করে। সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত মহিষের আক্রমণে পুকাশ, হাতিরপাড়াসহ ৪ টি গ্রামের ১২ জন আহত হন। বিষয়টি উপজেলা প্রশাসন ও থানাকে জনানো হলেও বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত মহিষগুলোকে আটক না করায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
১০ নং পশ্চিম আলীরগাঁও ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার মাসুক আহমদ বলেন, সকাল থেকে মহিষ আক্রমণ করে ১২ জনকে আহত করেছে। আমরা ৯ জনকে সিলেটে পাঠিয়েছি। সংশ্লিষ্টদের জানানো হলেও মহিষগুলো আটক না হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও ও এসিল্যান্ডকে ফোন দিলে ফোন রিসিভ হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, আহতের খবর পেয়েছি, বিষয়টি বন বিভাগে জানানো হয়েছে।





