বড়লেখায় শীতকালিন সবজি বীজ ও সার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৫, ৭:৩০:০৯ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন জাতের শীতকালিন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও গালিব চৌধুরী।
২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে মাঠে ও বসতবাড়িতে চাষযোগ্য সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার প্রাণেশ চন্দ্র বর্মা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিছবাহ উদ্দিন আফজল, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহেদ, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।







