অনৈতিক কাজের অভিযোগে ৫ জন আটক, হোটেল সিলগালা
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৫, ৮:২৬:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর তালতলার বিলাস নামের আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় হোটেলটি সিলগালাও করে দেওয়া হয়। গতকাল বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত মঙ্গলবার দুপুরে নগরীর তালতলার বিলাস আবাসিক হোটেলে অভিযান চালায় কোতোয়ালী মডেল থানা পুলিশ। অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত পাওয়ায় ৪ জন পুরুষ ও ১জন নারীকে আটক করা হয়। আটককৃতরা হলো- রুকুব উদ্দিন (৩০), ইমরানা বেগম (২০), মোস্তফা আহমদ (৩৮), আবু হানিফ (২৮) ও সাইদুল ইসলাম (২৫)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসএমপি জানায়, নগরীর সকল হোটেল মালিকদের সঙ্গে বৈঠক করে নিয়ম মেনে বৈধভাবে ব্যবসা করার আহŸান জানিয়েছিলেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী। এরপরও যারা নির্দেশনা না মেনে হোটেলে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
।







