বিয়ানীবাজারে ১০৭ ঘনফুট চোরাই কাঠ জব্দ
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৫, ৮:৩৭:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বিয়ানীবাজার উপজেলার ভারতীয় সীমান্তবর্তী দুবাগ এলাকা থেকে ১০৭ ঘনফুট (সিএফটি) চোরাই কাঠ জব্দ করেছে বিজিবির ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জওয়ানরা। এসময় কাঠ বহনকারী ২টি পিকআপও জব্দ করা হয়। গতকাল বুধবার বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত মঙ্গলবার রাতে বিয়ানীবাজারের দুবাগ এলাকায় অভিযান চালায় ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জওয়ানরা। অভিযান চালিয়ে সীমান্তের ৪ কিলোমিটার অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগে মালিকবিহীন অবস্থায় ১০৭ সিএফটি কাঠসহ দুইটি পিকআপ আটক করা হয়।
৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বিজিবির টহল দল মালিকবিহীন কাঠ ও পিকআপ ভ্যান জব্দ কে ছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি নেয়া হয়েছে







