অবশেষে আলোর মুখ দেখছে শাকসু রোডম্যাপ ও কমিশন গঠন আগামী সপ্তাহে
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৫, ৮:২৩:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অবেশেষে শিক্ষার্থীদের দাবির মুখে আলোর মুখ দেখতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু)। শাকসুর রোডম্যাপ ও নির্বাচন কমিশন গঠনের উদ্যাগে নিয়েছে প্রশাসন। আগামী সপ্তাহের সোমবার এই রোডম্যাপ ঘোষণা করা হবে।
ক্যাম্পাস সূত্র জানায়, গত ১৯ অক্টোবর শাকসু নির্বাচনের দাবিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় সাধারণ শিক্ষার্থীরা। ঘোষিত সময়সীমা অনুযায়ী নির্ধারিত সময় পেরিয়ে গেলও প্রশাসনের টনক না নড়ায় গতকাল বুধবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে ধর্মঘট কর্মসূচী পালন করে সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় ‘শাকসু দিলে প্রশাসন, না দিলে প্রহসন’, ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, এডমিনিস্ট্রেশন রিমেমবার, শাকসু ইন নভেম্বর’, শাকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ ইত্যাদি ¯েøাগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
প্রশাসনিক ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, আমরা বহুবার শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শাকসু নির্বাচনের দাবি জানিয়েছি। কিন্তু প্রশাসন একাধিকবার মৌখিক আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা স্পষ্ট বলতে চাই, শাকসু নিয়ে কোনো টালবাহানা আমরা মেনে নিব না।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বলেন, ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রশাসনিক কাজে ঢাকায় অবস্থান করছেন। শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে আমরা স্যারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। এ সময় নির্বাচনের রোডম্যাপ ও কমিশন গঠনের বিষয়ে আমরা উনার বক্তব্য জানতে চাই। তিনি আমাদের বলেছেন, আগামী সোমবার তিনি ঢাকা থেকে ফিরবেন এবং গঠনতন্ত্র অনুসারে নির্বাচন কমিশন গঠন করবেন।
তিনি আরও বলেন, আগামী সোমবার শাকসুর বাকি কাজগুলোও সম্পন্ন করা হবে বলে ভিসি জানিয়েছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় অংশীজনের সঙ্গে যেন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে। এর প্রেক্ষিতে আমরা আশা করছি সোমবারে শিক্ষার্থীদের দাবির বিষয়টি শতভাগ পূর্ণ হবে।







