নতুন করে আলোচনায় ‘তত্ত্বাবধায়ক সরকার’
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ১২:০৫:৩৬ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : নতুন করে আলোচনায় এলো ‘তত্ত¡াবধায়ক সরকার’। মঙ্গলবার প্রধান বিএনপি জানিয়েছিলো, তারা অন্তর্বর্তী সরকারকে তত্ত¡াবধায়কের ভূমিকায় চায় বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে। তবে একদিন পর সরকার বলল, বিএনপি তত্ত¡াবধায়ক সরকারের কথাই বলেনি। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানালেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে।
বিএনপির সঙ্গে তত্ত¡াবধায়ক সরকার বিষয়ে আলোচনার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমি বিএনপির সঙ্গে আলোচনায় যা বুঝেছি, তারা তত্ত¡াবধায়ক সরকার চাননি। অন্তর্বর্তী সরকার তত্ত¡াবধায়ক সরকারের নিরপেক্ষ ভূমিকা পালন করবে- সেটাই বলেছেন। আমরা তাদের বলেছি, আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালনের নিশ্চয়তা প্রধান উপদেষ্টা দিয়েছেন। জনপ্রশাসন বা অন্যান্য ক্ষেত্রে বড় ধরনের বদলির ব্যাপারটি তিনি নিজে দেখবেন।
তবে আইন উপদেষ্টার এ বক্তব্যে বিপরীত কথাই বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সরকারকে শিগগিরই কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
বুধবার দুপুরে এক আলোচনা সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের বিষয়টির ওপর আলোকপাত করে তিনি এই মন্তব্য করেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতিসত্বর তাদেরকে কেয়ারটেকার মুডে চলে যেতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে, পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়া।
ওদিকে, তত্ত¡াবধায়ক সরকারের কথা বললেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামও। তিনি একধাপ এগিয়ে বললেন, দেশে তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ হচ্ছে। সরকার বলেছেন, সরকারি কর্মকর্তাদের মান ভুলুণ্ঠিত হয়েছে সন্দেহ নাই। এ সরকারের অধীনে সততা নিষ্ঠা দেখানোর সুযোগ তৈরি হয়েছে। কর্মকর্তাদের এখন আর সে ভয় নাই।
আনোয়ারুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর কিছুদিন অস্থিতিশীল ছিল, অমুক তমুক এর কথায় অনেক কিছু হয়েছে। কর্মকর্তাদের এখন আর সে ভয় নাই। দুইটা কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষমতা ও স্বাধীনতা পেয়েছি। (পত্রিকায়) তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ হচ্ছে দেখছি। আপনাদের ভয় নেই।
এদিকে, সরকার-বিএনপি পালটাপাল্টি বক্তব্যের মাঝে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা ৩৫ মিনিট থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করছেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক শুনানি করছেন। এর আগে মঙ্গলবার নির্বাচনকালীন তত্ত¡াবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের প্রথমদিনের শুনানি হয়।
গত ২৭ আগস্ট তত্ত¡াবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল করেন।





