কেমুসাসের পুরস্কার বিতরণ ও সেমিনার ২৫ অক্টোবর
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৬:৫০:০৮ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) সিলেট বিজয়ের ৭২২তম বর্ষ-২০২৫ উদযাপন উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সেমিনার ২৫ অক্টোবর শনিবার বিকাল তিনটায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) সিলেট বিজয়ের ৭২২তম বর্ষ উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় ১২টি গ্রæপে সিলেটের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদরাসার দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতি বিষয়ে প্রতি গ্রæপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসাবে ক্রেস্ট, বই ও সনদপত্র প্রদান করা হবে।
উক্ত অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীগণসহ, সংসদের পৃষ্ঠপোষক, জীবন সদস্য ও সাহিত্যানুরাগী সকলকে উপস্থিত থাকার আহবান জানান হযরত শাহজালাল (রহ.) সিলেট বিজয়ের ৭২২তম বর্ষ-২০২৫ উদযাপন উপকমিটির আহবায়ক রুহুল ফারুক ও সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ তাহের। বিজ্ঞপ্তি





