ভিসা জটিলতা নিরসনে ভারত সরকার কাজ করছে : ভারতীয় সহকারী হাইকমিশনার
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৭:২৬:৪৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার টি. হ্যাংসিং বলেছেন, বাংলাদেশের ব্যবসায়ী এবং পর্যটকদের ভিসা প্রাপ্তি সংক্রান্ত জটিলতা নিরসনে ভারত সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দুই দেশের সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে কাজ চলছে। যথাসময়েই সকল সমস্যা ও জটিলতা নিরসন করে উভয় দেশের মানুষের ভিসা প্রাপ্তি সহজিকরণের মাধ্যমে সব ধরনের কার্যক্রম সহজতর হবে।
বৃহস্পতিবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর ও কাস্টমস পরিদর্শন করে তিনি এ কথাগুলো বলেন। এসময় ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক সমিতি কর্তৃক তার সম্মানে এক আলোচনা সভার আয়োজন করে। ভোলাগঞ্জকে এই অঞ্চলে ভবিষ্যৎ ব্যবসা ও পর্যটনের প্রাণ উল্লেখ করে আলোচনা সভায় তিনি আরও বলেন, সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বিত প্রয়াসের মাধ্যমে এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক ও প্রাকৃতিক উন্নয়নের ধারা আরও শাণিত হবে।
ভোলাগঞ্জ স্থলবন্দর মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমদ। সাংবাদিক শাব্বির আহমদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ব্যবসায়ী আবদুল হাছিব, আক্তারুজ্জামান নোমান, আবদুস সালাম বাবুল, সাংবাদিক আকবর রেদওয়ান মনা, ফারুক আহমদ, ব্যবসায়ী আবুল ফজল, শাহনেওয়াজ লিটন, আকদ্দস আলী, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, কাওসার আহমেদ, সাজ্জাদ হোসেন দুদু, আবদুর রহমান,আতাউর রহমান, সুন্দর আলী, আবদুল মতিন ভেড়াই, ইসমাইল হোসেন, সোহান আহমদ, মনির উদ্দিন, জাকারিয়া প্রমুখ। মতবিনিময় শেষে ভারতের সহকারী হাইকমিশনার টি. হ্যাংসিং ভোলাগঞ্জ স্থলবন্দর এলাকা ও সাদাপাথর পর্যটন এলাকা পরিদর্শন করেন।





