চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাথে ব্যবসায়ী ফোরামের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৭:২৬:৫৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেট চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের ব্যবসায়ীদের সাথে সিলেট চেম্বার অব কমার্স নির্বাচনে ব্যবসায়ী ফোরাম মনোনীত প্যানেল প্রার্থীদের পরিচিত সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ভোলাগঞ্জ সাদাপাথর হোটেল এন্ড রিসোর্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সিনিয়র ব্যবসায়ী ফয়জুল হকের সভাপতিত্বে ও পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিমুল ইসলাম আঙ্গুর এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সভাপতি পদপ্রার্থী এহতেশামুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এনামুল কুদ্দুছ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মোঃ নাফিস জুবায়ের চৌধুরী, পরিচালক পদপ্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন বাবুল, আব্দুল হাদী পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, মোঃ ইমরান হোসাইন, মোঃ আবুল কালাম,খন্দকার কাওসার আহমদ রবি, মোঃ মাজাহারুল হক, মোঃ নাহিদুর রহমান, কামরুল হামিদ, শামছুর রহমান কামাল ও আবু সুফিয়ান।
অ্যাসোসিয়েট শ্রেণীর প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক পদপ্রার্থী জিয়াউল হক, মুক্তাদির হোসেন তাপাদার, মোঃ মামুনুর রশিদ, দিবাকর দাশ ঝোটন, সাবেক চেয়ারম্যান মোঃ রেহান উদ্দিন রায়হান ও শাহজালাল এন্টারপ্রাইজের ডিরেক্টর মোঃ ইব্রাহিম খলিল।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমদ, সদস্য মামুন চৌধুরী, হারুনুর রশিদ, আবদুল হাছিব, সাজ্জাদ হোসেন দুদু, আকদ্দছ আলী, আখতারজ্জামান, ইউপি সদস্য লিটন আহমদ।
উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক একে নিউজের আনোয়ার হোসাইন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ, সাংবাদিক আকবর রেদওয়ান মনা, ফারুক আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন প্রমুখ। মতবিনিময় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন কমর উদ্দিন চান মিয়া।







