কানাইঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৭:৩০:৪৩ অপরাহ্ন

ডবিøউএফপি এর আর্থিক সহযোগিতায় ও এফআইভিডিবি সংস্থা কর্তৃক পরিচালিত এসআরএসপি প্রকল্পের অবহিতকরণ সভা বৃহস্পতিবার সকালে কানাইঘাট উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা তাপস চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, কানাইঘাট থানার ওসি সাইদুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক চৌধুরী, লক্ষীপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন, দক্ষিণবাণী গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন (মাস্টার) সহ সকলেই প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার প্রকল্পের চলমান কার্যক্রম পরিচালনার জন্য এফআইভিডিবি ও দাতা সংস্থাকে ধন্যবাদ জানান ও ভবিষ্যতে এই প্রকল্পের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। এফআইভিডিবি সংস্থার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরআর ফোকাল পারসন দেলোয়ার হোসেন, মনিটরিং অফিসার ড. শেখ তাওহিদা রহমান, উপজেলা কোঅর্ডিনেট কাওছার আহমদ, ফিল্ড ফ্যাসিলিটেটর শাহরুল মিয়া ও উর্মি আক্তার। বিজ্ঞপ্তি







