ডুয়েটে আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন শাবি ভিসির
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৭:৫৬:২৯ অপরাহ্ন

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (ডয়েট) ‘টেকসই উন্নয়নের জন্য বিজ্ঞান ও মানবিক’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সকালে ডুয়েটের কনফারেন্স হলে এই প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। কি-নোট স্পিকার হিসেবে আধুনিক বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি এবং টেকসই উন্নয়নের অগ্রগতিতে বিজ্ঞান ও মানবিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
এ সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা অ্যাট শার্লটের গণিত ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. তৌফিকার খান, জাপানের ওসাকা ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সুসুমু আরাকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নকীব, জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির (ণঘট) সেমিকন্ডাক্টর অ্যান্ড কোয়ান্টাম ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স রিসার্চ সেন্টারের প্রফেসর ড. কাজুইয়শি ইউনো, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব লুইসভিল কেন্টাকির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. ফারশিদ রামেজানিপুর, মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা এডুকেশনাল স্ট্যাডিজ অনুষদের ডিস্টিংগুইশড প্রফেসর ড. গাজী মাহবুবুল আলম ও ভারতের আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রফেসর ড. প্রফেসর বিভা শর্মা। বিজ্ঞপ্তি







