শাবির নতুন ডিন ড. ফারুক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৮:০৮:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সায়েন্সেসের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া। বিশ্ববিদ্যালয় আইনের ২৮(৫) ও ২৮(৬) ধারা মোতাবেক তিনি এই দায়িত্ব পেয়েছেন।
বিশ^বিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, য়র স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ আগামী ২৮ অক্টোবর পূর্ণ হবে। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় আইনের ২৮(৫) ও ২৮(৬) ধারানুসারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়াকে ২৯ অক্টোবর থেকে পরবর্তী ২ বছরের জন্য স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন নিযুক্ত করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।





