বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৮:০৯:২০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ২ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। রাশিয়ার দুটি প্রধান জ্বালানি তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়ার জের ধরে গতকাল বৃহস্পতিবার বিশ^বাজারে তেলের এই দাম বাড়লো।
ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়া গড়িমসি করছে, এমন অভিযোগ এনে গত বুধবার রাশিয়ার প্রধান তেল কোম্পানি চেয়ারম্যান রোসনেফট ও চেয়ারম্যান লুকঅয়েলকে নিশানা করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।
রয়াটর্স জানায়, বৃহস্পতিবার জিএমটি ৩টা ৩ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল ৯টা ৩ মিনিট) প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫৬ ডলার বা ২ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৬৪ দশমিক ১৫ ডলারে পৌঁছায়। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডবিøউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেল ১ দশমিক ৫৩ ডলার বা ২ দশমিক ৬২ শতাংশ বেড়ে ৬০ দশমিক শূন্য ৩ ডলারে পৌঁছায়। মস্কোকে অবিলম্বে ইউক্রেনে একটি যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহŸান জানিয়ে যুক্তরাষ্ট্র আরও বলেছে, তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রস্তুত আছে।







