সমকাল বিজ্ঞান উৎসবে সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৮:২৮:২০ অপরাহ্ন

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ অঞ্চল পর্বেও তাদের অবস্থান ধরে রেখেছে। গতমাসে জেলা পর্বে এ বিদ্যালয়টি চ্যাম্পিয়ন হয়েছিল। একই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত অঞ্চল পর্বে তারা হবিগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তবে শ্রেষ্ট বক্তা হয়েছে রানার্সআপ দলের দলনেতা মহি উদ্দিন ইফাদ।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মধ্যাহ্নের বিরতি ছাড়া বিকেলে ৪টা পর্যন্ত সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আর্টগ্যালারিতে উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হেপী বেগম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রেপলিটন পুলিশ কমিশনার (এসএমপি) আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। বিশেষ অতিথি ছিলেন সমকালের সহকারি সম্পাদক জিয়া হাসান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল।
পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, বিজ্ঞান বিতর্ক মানে যুক্তিতর্কের খেলা। এটা সুস্থ ধারার প্রতিযোগিতাকে উৎসাহ দেয়। তিনি কিছু শিক্ষার্থীর ভুল সিদ্ধান্ত উল্লেখ করে বলেন পরীক্ষায় ফেল করা মানে জীবন শেষ হওয়া নয়। ফেলের মধ্যে সফলতা নিহিত। জীবনের চেয়ে পরীক্ষার রেজাল্ট বড় নয়। জিয়া হাসান বলেন, এমন প্রতিযোগিতা সবাইকে সামনে এগিয়ে নিয়ে যায়। বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যেতে হবে।
সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি তামিম রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সমকাল সিলেটের ব্যুরো প্রধান মুকিত রহমানীর পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক এহসান মাজিদ সাদী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমকালের স্টাফ ফটো সাংবাদিক মো. ইউসুফ আলী, গণমাধ্যমকর্মী তাইনুল ইসলাম আসলাম, রাজিব ঘোষ, সুহৃদ সমাবেশের সহ সভাপতি দুর্জয় রায়, সুহৃদ আরিফ হোসাইন, মিজানুর রহমান, তাহসিনা রিমা, মাছুম চৌধুরী, জাকারিয়া আহমদ, জান্নাতুল ফেরদৌস, সাহিনা বেগম, মুনিরা রহমানী মাহা, আহমদ আদিলা তুবা প্রমুখ। বিজ্ঞপ্তি





