সিলেটে নাগরিক প্ল্যাটফর্ম’র প্রাক নির্বাচনী সংলাপ : কণ্ঠস্বর জোরালো করার আহবান
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৮:৫১:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: ‘নব নির্বাচিত সরকারের কাছে আপনার প্রধান দাবি কি’ এই শিরোনামে সিলেটে এসজিডি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এর উদ্যোগে প্রাক নির্বাচনী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর একটি অভিজার হোটেলে এই সংলাপ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে নতুন সরকার থেকে দাবি আদায়ে নাগরিকের কণ্ঠস্বর জোরালো করার আহবান জানানো হয়।
এসময় বলা হয় মানুষ এখন ভিন্নতা চায়। তবে এই ভিন্নতার জন্য নাগরিকের দাবি থাকতে হবে। দাবি ছাড়া চাহিদা পূরণ হয় না। এজন্য নাগরিদের বড়ো কণ্ঠস্বর সামনে নিয়ে আসতে হবে। এরমাধ্যমে কণ্ঠস্বর বড়ো করতে হবে। পুরো সংলাপটি পরিচালনা করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র সম্মানিত ফেলো সম্মানিত ফেলো এবং বিশিষ্ট অর্থনীতিবদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
এ সময় ড. দেবপ্রিয় বলেন, অতীতে এদেশে কেবল দৃশ্যমান উন্নয়ন হয়েছে। স্কুল-কলেজের ভবন হয়েছে, কিন্তু শিক্ষক ও শিক্ষার্থীদের মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হয়নি। দেশে এমন একটি গোষ্ঠী গড়ে উঠেছিল, যারা দৃশ্যমান প্রকল্প নিতে সাহায্য করেছিল।’
বাংলাদেশে নতুন রাজনৈতিক সমঝোতার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এই সমঝোতার জন্য সংস্কার এগিয়ে নিতে হবে। এখন দেখছি যে এই সরকারকে আবার তত্ত¡াবধায়ক সরকারের মুডে নিয়ে যেতে হবে। সেটাতে গেলে সংস্কারের কাজ আরও ঢিলা হয়ে যাবে।
অতীতের সব সরকারের আমলে দেশে ‘চামচা পুঁজিবাদী’ অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এই পুঁজিবাদে কিছু চামচা তৈরি হয়। তারা দেশে লুটপাটতন্ত্র ও চোরতন্ত্রে পরিণত করেছে এবং রাষ্ট্রের কাঠামোকে এ কাজে ব্যবহার করেছে। তারা সবসময়ই সংস্কারবিরোধী।’
তিনি আরও বলেন, সংস্কার প্রণয়ন করা যত সহজ, বাস্তবায়ন করা তত সহজ নয়। আগামী দিনে যারা দেশ পরিচালনা করবেন, তাদের এ ব্যাপারে আগ্রহী হতে হবে।মূলত নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর গতানুগতিক ধারায় পরিবর্তন আনতে নাগরিক প্ল্যাটফর্ম এই সংলাপ শুরু করেছে। সারাদেশে নাগরিকদের কাছ থেকে তারা মতামত নিয়ে পরবর্তীতে এ নিয়ে কাজ করবে। এসময় বলা হয় আগে নির্বাচনী ইশতেহারে কেবল প্রতিশ্রæতি আর পরিকল্পনার কথা বলা হতো। কিন্তু এখন শুধু প্রতিশ্রæতি নয় তা কীভাবে বাস্তবায়ন করা হবে ইশতেহারে সেই বিষয়টিও বর্ণিত থাকতে হবে। আর তা কীভাবে করা হবে সেই প্রসঙ্গে নাগরিকদের মতামত নিতেই এই আয়োজন। বৃহস্পতিবার সিলেট থেকে তারা এই যাত্রা শুরু করলো। ক্রমান্বয়ে তারা সারাদেশে এই সংলাপ বা পরামর্শ সভা করবে।
প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভার মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন।
এতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র সম্মানিত ফেলো সম্মানিত ফেলো এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, অতীতের রাজনৈতিক দলগুলো অনেক আশ্বাস দিয়েছিলো কিন্তু আমরা তার বাস্তবায়ন পাইনি। তবে আমাদের পরিবর্তনের আশা আছে। আমাদের ভবিষ্যত অতীতের মতো হবে না। গত বছরের জুলাইয়ে আমরা একটা বড় পরিবর্তওনের মধ্য দিয়ে এসেছি। তিনি বলেন, আজকের সবার মতামত নিয়ে আমরা একটা নাগরিক মেন্যুফেস্টো তৈরি করব।
সংলাপে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, কমিউনিস্ট পার্টির সৈয়দ ফরহাদ হোসেন, ইসলামী আন্দোলনের মুফতি সাইদ আহমদ, সিলেট প্রেসক্লাবে সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান প্রমুখ।







