নগরে ২ দিনে দুই শতাধিক অবৈধ যানবাহন আটক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৯:০১:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে অবৈধ যানবাহন চলাচল ও পরিবহন শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি। মঙ্গল ও বুধবার টানা দুই দিনের ব্যাপক অভিযানে এসএমপি কর্তৃক ২ শতাধিক যানবাহন আটক করা হয়েছে। এছাড়া শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।বুধবার দিবাগত রাতে এসএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিলেট নগরীতে ২১ ও ২২ অক্টোবরের অভিযানে দুই শতাধিকের বেশি যানবাহন আটক এবং প্রায় এক শতাধিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই দিনে মোট ২২২ টি যানবাহন আটক করা হয়। এর মধ্যে ব্যাটারি চালিত রিকশা ৭৪ টি, টেম্পু ২ টি, সিএনজি ৩৪ টি, লেগুনা ১ টি, মোটরসাইকেল ৫১ টি, মাইক্রোবাস ১ টি, কার ১ টি, ট্রাক ১ টি, পিকআপ ২ টি এবং পায়ে চালিত রিকশা ৫৫ টি।
এদিকে অভিযানে ৯৪ টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর মধ্যে সিএনজি ৪১ টি, মোটরসাইকেল ৪৭ টি, মাইক্রোবাস ১ টি, কার ৪ টি এবং ট্রাক ১ টি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নগরীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং নিরাপদ পরিবহন নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।







