বিজিবির দেড় কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৮:৫৩:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযানে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে ১ কোটি ৬০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ করা হয়। এসময় চোরাচালানে জড়িত একজনকে আটক করা হয়।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক।
বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল বিছনাকান্দি, কালাইরাগ এবং সুনামগঞ্জ জেলার বাংলাজাবার বিওপি কর্তৃক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, ফুচকা, জিরা, গরু, নিভিয়া বডি লোশন, টমেটো, কম্বল, পিয়াজ, বিড়ি, আপেল, অলিভ ওয়েল, সাবান, চিনি, মাল্টা, আদা, কমলা, কাঁচা হলুদ, মদ এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ এবং চোরাচালানী পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ আটক করে।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬১ লাখ ৫ হাজার ৮০০ টাকা।এদিকে অবৈধ চোরাচালানী মালামাল পরিবহনের অপরাধে একজনকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







