এসএ পরিবহনের কাভার্ড ভ্যান থেকে ভারতীয় পণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৯:০০:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : পার্সেল প্রতিষ্ঠান এসএ পরিবহনের কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ চোরাইপণ্য জব্দ করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা দেড় টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে চেকপোস্ট চলাকালীন ভ্যানে তল্লাশী চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এসময় গাড়ীর চালক ও হেল্পারকে আটক করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- বিভিন্ন ধরণের কিটক্যাট চকলেট, পোলো, ক্র্যাকার্স, সিগারেট ও ফেইস ক্রীম। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮৮ হাজার টাকা।আটককৃতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মহব্বতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার পুত্র আব্দুর রহিমন (৪০) ও হেল্পার শরীয়তপুর জেলার জাজিরা থানার কদম আলী মাতব্বর কান্দি গ্রামের আইয়ুব আলী শেখের পুত্র সৌরভ (১৯)।
এর সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের জানান, জব্দকৃত পণ্য ও আটককৃতদের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





