জালালাবাদের কম্পিউটার অপারেটর পান্না’র পিতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৮:৫৭:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দৈনিক জালালাবাদের কম্পিউটার অপারেটর পান্না লাল রায়ের পিতা প্রবীর কুমার রায় পরলোক গমন করেছেন। তিনি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৭টায় সুনামগঞ্জ শহরের নতুন পাড়াস্থ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। বৃহস্পতিবার বিকেল ৪টায় সুনামগঞ্জ শহরের ধোপাখালী শস্মান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
জালালাবাদ পরিবারের শোক: কম্পিউটার অপারেটর পান্না লাল রায়ের পিতা প্রবীর কুমার রায়ের মৃত্যুতে দৈনিক জালালাবাদ পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।





