আনজুমানের ‘বৈষম্যহীন সমাজ গঠনে রাসুল (সাঃ)- এর আদর্শ’ শীর্ষক সেমিনার কাল
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৮:৫৫:৫৮ অপরাহ্ন

সিলেটের প্রাচীনতম ধর্মীয় ও সামাজিক সংগঠন আন্জুমানে খেদমতে কুরআন সিলেট এর উদ্যোগে ‘বৈষম্যহীন সমাজ গঠনে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনার আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় নগরীর দরগা গেইটস্থ ‘কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ’-এর শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট ও আলোচক শায়খ শাহ্ ওয়ালী উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লন্ডনের বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আবদুস সালাম আজাদী।
এছাড়া সেমিনারে সিলেটের উলামা মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ অংশ নিবেন। যথাসময়ে উপস্থিত থেকে সেমিনারকে সফল করার জন্য ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মো. একরামুল হক ও সেক্রেটারী হাফিজ মিফতাহ উদ্দিন আহমদ। বিজ্ঞপ্তি





