জুড়ীতে যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ৫:৫৫:২৯ অপরাহ্ন

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে একটি পরিত্যক্ত ঘর থেকে মোঃ ছালিক রানা (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত প্রায় ১টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব হরিরামপুর (মইজননগর) গ্রাম থেকে জুড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে। ছালিক উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা গ্রামের মৃত মাসুক মিয়ার প্রথম পুত্র।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সন্তানের জনক ছালিক রানা পেশায় ট্রাক ড্রাইভার। রাতের কোনো এক সময় ছালিকসহ তিন জন পূর্ব হরিরামপুর গ্রামে একটি কলোনীর ওই পরিত্যক্ত ঘরে যান। প্রায় সাড়ে ১২টায় পার্শ্ববর্তী ঘরের লোকজন পরিত্যক্ত ঘরে একজন মানুষকে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করে জানান। পরে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য জুড়ী উপজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ছালিক সহ-সভাপতি পদে প্রার্থী ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুর্শেদুল আলম ভূইয়া বলেন- ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।







