শাবিতে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা শুরু
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ৬:০০:০৪ অপরাহ্ন

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘সরকারি খাতে আর্থিক ব্যবস্থাপনার প্রয়োগ: বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ে আর্থিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। আর্থিক কার্যক্রমকে আধুনিক, দক্ষ ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য। আমি বিশ্বাস করি, এই কর্মশালা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, এখানে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাঁদের দায়িত্ববোধ ও আন্তরিকতা আমাদের গর্বিত করেছে। এই কর্মশালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় নতুন গতি ও স্বচ্ছতা আসবে বলে আমি আশাবাদী।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রমে পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিই এই কর্মশালার মূল উদ্দেশ্য। সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি দপ্তরকে নিয়মনীতি মেনে চলতে হবে।
কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থ, হিসাব ও বাজেট বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার।আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবু হায়াত মিঠু ও অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ।
উল্লেখ্য, কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান এবং অতিরিক্ত পরিচালক বা অতিরিক্ত রেজিস্ট্রার পদমর্যাদার কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।





