কুলাউড়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ৬:০৬:৩৪ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা রোডের ফুড হাউসে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা জাতীয় পার্টি সহসভাপতি আব্দুল বাছিত লেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মালিকের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ।
তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদের জন্ম না হলে এ দেশে উপজেলা প্রতিষ্ঠা হতো না। উপজেলা সৃষ্টির মাধ্যমে তিনি এ দেশের যুগান্তকারী উন্নয়ন করেছেন। পরবর্তীতে ৯০-এর পট পরিবর্তনের পর বিএনপি সরকার ক্ষমতায় এসে উপজেলা ব্যবস্থা বিলুপ্ত করে পল্লী বাংলার আর্থ সামজিক কাঠামোর উন্নয়ন ব্যর্থ করে দেয়। তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন-দলকে সুসংগঠিত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দলীয় সকল কর্মসূচিতে অংশ গ্রহন করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলার যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়ত আলী খাঁন জুয়েল ও আলী আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. জামাল আহমদ, মৌলভীবাজার জেলা জাতীয় যুব সংহতি সহসভাপতি জরিফ আহমদ।
বক্তব্য রাখেন ভাটেরা ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোঃ হিরা মিয়া, জয়চন্ডী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মো. আব্দুল হান্নান, ভুকশিমইল ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি ডা. আব্দুল আজিজ, টিলাগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি যুগ্ম আহŸায়ক ইউসুফ মিয়া, জয়চন্ডী ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ভাটেরা ইউনিয়ন জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিপু মিয়া, প্রচার সম্পাদক শিবলু দেব, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়া, রাতগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি যুগ্ম আহŸায়ক রাজন মিয়া, জাতীয় যুব সংহতি আহŸায়ক মো. হেলাল মিয়া, জাতীয় ছাত্র সমাজ কুলাউড়া উপজেলা শাখার আহŸায়ক আকরাম হোসেন নিরুফ, সদস্য সচিব রুজেল মিয়া, জাতীয় তরুণ পাটি আহŸায়ক রিদয় প্রমুখ।







