শাবি মেসে সহপাঠীকে মারধরের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ৬:৫৯:০৩ অপরাহ্ন

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেসে সহপাঠীকে মারধরের অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। শুক্রবার রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আখালিয়া এলাকার হোয়াইট হাউজ নামের একটি মেসে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শিক্ষার্থী ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. শাওয়াল। অভিযুক্তরা হলেন- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের সাজ্জাদ ও তাজওয়ার। এছাড়া মারধরে সহযোগিতা করেছে বলে অভিযোগ রয়েছে একই বিভাগের কায়কোবাদ ও শোভনের বিরুদ্ধে।
মারধরের শিকার শাওয়াল জানান, মেসের ইন্টারনাল কিছু বিষয় নিয়ে আগেই ঝামেলা চলছিল। আমি মেস ম্যানেজার হিসেবে সবার কাছ থেকে নিয়মিত ভাড়া ও বিল নিতাম। তারা অনেক সময় ২২০০ টাকার সিটভাড়া ২০০০ টাকা দিত এবং পরবর্তীতে একসাথে মিল বন্ধ করে দিয়ে ইউটিলিটি বিল দিতে অস্বীকৃতি জানায়। এজন্য আমি মিল চার্টে ‘মিল ক্লোজড’ লিখে দিই। এরপর থেকেই তারা আমার সঙ্গে রূঢ় আচরণ শুরু করে। তিনি আরও বলেন, এনিয়ে শুক্রবার রাতে সিনিয়র ভাইকে নিয়ে বসলে একপর্যায়ে সাজ্জাদ আমাকে কিল-ঘুষি মারতে শুরু করে। তার সঙ্গে কায়কোবাদ ও শোভন আমাকে ধরে রেখে মারধরে সহায়তা করে। পরে আমি বন্ধুদের ডাকতে গেলে তাজওয়ার এসে আমাকে দ্বিতীয় দফায় মারধর করে।
শাওয়াল অভিযোগ করেন, তাজওয়ার আমার রুমমেট ছিল। সে নিয়মিত গাঁজা সেবন করতো, এতে আমি আপত্তি জানালে ক্ষোভ সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষার্থী সাজ্জাদ বলেন, এমন কোনো মারধর হয়নি। মেসে কিছু বিষয় নিয়ে বন্ধুর মধ্যে হাতাহাতি হয়েছে, যেটা এখন আমরা নিজেরাই সমাধানের চেষ্টা করছি। সেখানে শুধু আমরা চারজন না, মেসের সবাই ছিল।
অন্য অভিযুক্ত তাজওয়ারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে সহকারী প্রক্টর বেলাল শিকদার বলেন, রাত ৩ টায় এ বিষয়ে একটা অভিযোগ এসেছিলো। আমরা খোঁজ নিয়েছি আহত ছেলেটিকে হসপিটাল থেকে রিলিজ দিছে এবং যতটুকু জেনেছি তারা সবাই একই ব্যাচের ও বন্ধু। আমরা আগামীকাল তাদেরকে নিয়ে বসে বিস্তারিত জানবো।







