কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ৭:১৬:২৬ অপরাহ্ন

ফররুখ আহমদ ছিলেন ইসলামী চেতনার কবি। তিনি মানবতার কবি, ন্যায় ও সত্যের কবি। সমাজে নৈতিকতার পতন ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছিলেন সাহসিকতার সাথে। বাংলা সাহিত্য তাঁকে স্মরণ করে এক অনন্য কবি হিসেবে, যিনি আধুনিক কবিতায় ইসলামী মূল্যবোধ জাগ্রত করেছেন। ১৯৭৪ সালের ১৯ অক্টোবর এই মহান কবি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তাঁর কাব্য আজও আমাদের প্রেরণা জোগায়।
জাতীয় জাগরণের কবি ফররুখ আহমদের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেমুসাসের ১২৫১তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কবি আমিনুল ইসলাম কাজল উপরোক্ত কথা বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসরকক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে এবং চিত্রশিল্পী কবির আশরাফের সঞ্চালনায় আসরে জাগরণের কবি ফররুখ আহমদকে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ছড়াকার লোকমান হাফিজ। আলোচনায় অংশ নেন সিলেট কবি মুহিত চৌধুরী ও প্রাবন্ধিক মাজহরুল ইসলাম জয়নাল।
সাহিত্য আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নুরুল ইসলাম রাফি। আসরে লেখাপাঠে অংশ নেন ও উপস্থিত ছিলেন কেমুসাসের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, দৈনিক সুরমা মেইল সাহিত্য সম্পাদক মোয়াজ আফসার, মকসুদ আহমদ লাল, জুবের আহমদ সার্জন, সাজ্জাদ আহমদ সাজু, কামাল আহমদ প্রমুখ। আসরে গান পরিবেশন করেন সেলিম আহমদ খান, কুবাদ বখত চৌধুরী রুবেল ও লিলু মিয়া। সেরালেখক মনোনীত হন মো. আখলাকুল আসপিয়া। বিজ্ঞপ্তি







