দক্ষিণ সুরমা উপজেলায় ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ৭:৩০:৩৫ অপরাহ্ন

সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং সংগঠনটি নিষিদ্ধের দাবিতে শুক্রবার বাদ জুমআ’ সিলেটের দক্ষিণ সুরমায় ছাত্র জমিয়তে বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলার মোগলাবাজার জামে মসজিদের সামনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসকন কর্তৃক হিন্দু যুবকদের মাধ্যমে পরিকল্পিতভাবে মুসলিম কিশোরী ধর্ষণ ও গুম-খুন, টঙ্গীতে মসজিদের ইমামকে হত্যার হুমকি ও অপহরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি শফিউল আলম তুহিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ। প্রধান অতিথি ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এম রেজাউল করীম রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা দক্ষিণের সহ-সভাপতি কে এম তাহমিদ হাসান এবং প্রধান বক্তা ছিলেন জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান।
এছাড়াও বক্তব্য রাখেন-দক্ষিণ সুরমা উলামা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান রাহমানি, প্রশিক্ষণ সম্পাদক মুফতি শুয়াইব আহমদ মারুফ, অর্থ সম্পাদক মাওলানা আহমদ দিদার রাসেল ও সাবেক সভাপতি আব্দুর রহমান রুবেল। বিজ্ঞপ্তি







