বড়লেখায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিঠুর গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ৭:৫৭:২০ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু শুক্রবার বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে গণসংযোগ ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রূপরেখা ও জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের কাছে তোলে ধরার লক্ষ্যে ইউনিয়ন বিএনপি আলোচনা সভার আয়োজন করে।
ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দিন আহমদ মিঠু। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিমজুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম, সুজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিম বক্ত মুসা, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ খলিলুর রহমান, শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুবদল নেতা এবি সিদ্দিকী দুলাল প্রমুখ।







