দিরাইয়ে আবারও বন্দুকযুদ্ধ, আহত ২৫
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ৮:২৫:১১ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ফের রক্তক্ষয়ী সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার কুলঞ্জ গ্রামের সাবেক মেম্বার এলাইচ মিয়া তালুকদার ও বর্তমান মেম্বার মাহবুব চৌধুরীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের উপজেলা হাসপাতালে নিয়ে আসলে গুলিবিদ্ধ ১১ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত গুলিবিদ্ধরা হলেন- বশর মিয়া তালুকদার (৬০), ফুল মিয়া তালুকদার (৪৫), আলফু মিয়া তালুকদার (৩৫), কয়েস মিয়া তালুকদার (৫৫), ইকবাল মিয়া তালুকদার (৩২), কাহার মিয়া তালুকদার (৪০), জহির মিয়া তালুকদার (৪৫) ও কিশোর মাহিম (১৪)। বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার পিন্টু দাস। খবর পেয়ে পুলিশ অকুস্থলে পৌঁছে।
দিরাই থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলঞ্জ গ্রামের সাবেক মেম্বার এলাইচ মিয়া তালুকদার ও বর্তমান মেম্বার মাহবুব চৌধুরীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বার বার সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা চলে আসছিল। এরই জেরে শুক্রবার জুমআ’র নামাজের পূর্বে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পিন্টু দাস বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ১১ জনকে হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উত্তম কুমার জানান, কুলঞ্জ গ্রামের সংঘর্ষের খবর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য ইতিপূর্বে একাধিকবার উভয়পক্ষে বন্দুকযুদ্ধের ঘটনায় দিরাই থানায় একাধিক মামলা রয়েছে।





