বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ৮:৩১:০৭ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন বিয়ানীবাজারের দুবাগ মোড় নামক স্থান থেকে বিজিবি গজুকাটা বিওপির টহলদল শুক্রবার সন্ধ্যায় পাঁচটি অবৈধ ভারতীয় গরু আটক করেছে। এসময় পাচারকারিরা পালিয়ে যায়।
জানা গেছে, ভারত থেকে একটি অবৈধ গরুর চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গজুকাটা বিওপির টহলদল বিয়ানীবাজারের দুবাগ মোড়ে অবস্থান নেয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চোরাকারাবরিরা গরুর চালান নিয়ে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু ফেলে তারা পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় বিজিবি সদস্যরা পাঁচটি অবৈধ ভারতীয় গরু আটক করেন।
লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ৫টি অবৈধ ভারতীয় গরু আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে যথাযথ আইনী প্রক্রিয়া চলছে।







