সিটি পয়েন্টে জামায়াতের বিক্ষোভ সমাবেশ কাল
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ৯:৪০:০৫ অপরাহ্ন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে সিলেটে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর জামায়াত।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর বন্দরবাজারস্থ সিটি পয়েন্টে (সিটি কর্পোরেশনের সামনে) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশকে সফলের জন্য সর্বস্তরের জনশক্তি ও সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী। বিজ্ঞপ্তি





