সিলেটে নগরে পুলিশের পৃথক অভিযানে ৩৫ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ৮:৪৫:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জুয়া ও অনৈতিক কর্মকান্ড রোধে অভিযান জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। একদিনে সিলেট নগরীতে পৃথক অভিযানে ৩৫ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার এয়ারপোর্ট থানার চৌকিদেখী থেকে ১৬ জন, কোতোয়ালী থানার কালিঘাট থেকে ৩ জন ও দক্ষিণ সুরমা থানার চাঁদনীঘাট থেকে ৬ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এর আগে বুধবার দিবাগত রাতে চৌকিদেখী থেকে আরো ১০ জুয়াড়িকে আটক করা হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এয়ারেপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১৬ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মাদিমপুর গ্রামের আলী আহমদের পুত্র রুহুল আমিন (৩৬), সিলেটের দক্ষিণ সুরমার আবুল হোসেনের পুত্র সুজেল চৌধুরী (৩৪), জকিগঞ্জ থানার বোরহানপুর গ্রামের মৃত হোসেন আহমদের পুত্র কিবরিয়া আহমদ (৩৯), কুমিল্লা জেলার চান্দিনা থানার কেশেরা গ্রামের হাজী আব্দুল কুদ্দুসের পুত্র শামীম হোসেন (৪৯), কোতোয়ালী থানার কাজিটুলা এলাকার মৃত রায়হান উদ্দিনের পুত্র মোঃ রাসেল আহমদ (৪০), ঢাকার নবাবগঞ্জ থানার বসন্তপুর এলাকার মৃত নাজিম উদ্দিনের পুত্র মোঃ শাহীন (৫৩), হবিগঞ্জের নবীগঞ্জ থানার রাইয়াপুর গ্রামের মাসুদ আলীর পুত্র আল আমিন (২৭), নগরীর এয়ারপোর্ট থানার দিগন্ত আবাসিক এলাকার মৃত আইয়ুব আলীর পুত্র খুরশেদ আলম (৫৫), জামালপুর জেলার সদর থানার শৈলের কান্দা গ্রামের রমজান আলীর পুত্র মোঃ রুবেল মিয়া (৪০), সুনামগঞ্জ সদরের নারায়নতলা মৃত জব্বার মিয়ার পুত্র সাগর মিয়া (২৯), নগরের শাহপরান থানার টিলাগড়ের মৃত হিরা মিয়ার পুত্র নুর মিয়া (৪৬), দক্ষিণ সুরমার বরইকান্দির মৃত আমিনুর রহমানের পুত্র মুন্না আহমদ (২৯), কোতোয়ালী থানার খুলিয়াপাড়ার মৃত বাবুল মিয়ার পুত্র মিলাদ মিয়া (৩৯), হবিগঞ্জের বানিয়াচং থানার মদনপুর গ্রামের আজিজুল হক তালুকদারের পুত্র আশিকুর রহমান (৩৬), নগরের এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকার আলতাব মিয়ার পুত্র আছগর আলী (৩৭), শাহপরনা থানার উত্তর বালুচরের ধন মিয়ার পুত্র বাবুল মিয়া (৪৭)।
এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কালীঘাট পেঁয়াজপট্টি খেয়াঘাট সংলগ্ন প্রকাশ্য স্থানে অভিযান চালিয়ে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় ৩ জুয়াড়িকে আটক করে।
আটককৃতরা হলো- সিলেটের গোলাপগঞ্জ থানার আমকোনা গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র মোঃ আহমাদ হোসেন (২৯), কোতোয়ালী থানার মাছিমপুর এলাতার আমির আলীর পুত্র আল আমিন আহমদ আলী (৪২) ও শাহপরান থানার সোনারপাড়ার জামাল শেখের পুত্র মোজাহিদ শেখ (৩৫)।
অপরদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাটস্থ মাছবাজার সংলগ্ন প্রকাশ্য স্থানে আনলাইনে তীর শিলং জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জুয়াড়িকে আটক করার হয়।
আটককৃতরা হলো- দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার মৃত সাইফুল্লাহ এর পুত্র কামাল হোসেন (৫৮), গোলাপগঞ্জ থানার বাঘা পরগনা এলাকার দুধু মিয়ার পুত্র জামাল মিয়া (৩৪), দক্ষিণ সুরমা থানার শিববাড়ী জৈনপুরের কাদির মিয়ার পুত্র খোকন মিয়া (৩৮), একই এলাকার নির্মল দেবের পুত্র নয়ন দেব (৪১), বগুড়া জেলার সদর থানার নন্দীপাড়া গ্রামের গুলজার রাহমানের পুত্র হান্নান মিয়া (৩১), দক্ষিণ সুরমা থানার বানেশ^পুর গ্রামের মৃত ইস্কান্দার আলীর পুত্র আশখ আলী (৪৩)।
এর আগে বুধবার দিবাগত রাত ৩ টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন চৌখিদেখী বাদামবাগীচা এলাকার ৪নং গলি মামুন মিয়ার গ্যারেজ থেকে বিশেষ অভিযানে ১০ জন জুয়াড়ি গ্রেফতার করা হয়েছে।
আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।






