নগরে তিন দিনে ৩৭৭ অবৈধ যানবাহন আটক, ১৪৯ মামলা
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ৮:৫৩:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে অবৈধ যানবাহন চলাচল ও পরিবহন শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ৩ দিনের ব্যাপক অভিযানে এসএমপি কর্তৃক ৩৭৭ টি যানবাহন আটক করা হয়েছে। এছাড়া দেড় শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।বৃহস্পতিবার দিবাগত রাতে এসএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিলেট নগরীতে ২১, ২২ ও ২৩ অক্টোবরের অভিযানে ৩৭৭ টি যানবাহন আটক এবং ১৪৯ যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নগরীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং নিরাপদ পরিবহন নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।







