এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশন পুনর্মিলনী ২৬ ডিসেম্বর
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ৮:৫৮:৫৯ অপরাহ্ন

সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা শুক্রবার (২৪ অক্টোবর) সম্পন্ন হয়েছে। কলেজের গণিত বিভাগের ২০৬নং কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক ও এসোসিয়েশনের আহবায়ক প্রফেসর অরুন চন্দ্র পাল।
সভাটি সঞ্চালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক এবং অ্যালামনাই আহবায়ক কমিটির সদস্য সচিব দিলীপ চন্দ্র রায়। সভায় ২০২৫ সালের ২৬ ডিসেম্বর শুক্রবার পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঝুনু লাল অধিকারী, আফম সিরাজুল ইসলাম শামীম, তাহমিনা আহমেদ তানিয়া, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, দীপংকর দেব, আবুল কালাম আজাদ, রাজীব পাল, সাদেক আহমেদ সুহেলসহ অন্যান্য সদস্য আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় ৮ সদস্য বিশিষ্ট ভেন্যু নির্বাচন কমিটি গঠন করা হয় এবং আগামী ১ লা নভেম্বর, ২০২৫ বিকাল ৩টায় গণিত বিভাগে পরবর্তী সভায় পুনর্মিলনী উদযাপন এর জন্য মূল কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি।







