জাফলংয়ে ৩১ দফা বাস্তবায়নে সভা
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৬:৪০:৫০ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা আজ সময়ের দাবি। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি মানুষ সমঅধিকারে অংশগ্রহণের সুযোগ পাবে এবং রাষ্ট্র হবে জনগণের প্রকৃত সেবক।
শুক্রবার সন্ধ্যায় পূর্ব জাফলং ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পূর্ব জাফলং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু এর সভাপতিত্বে ও মোঃ ইয়াসিন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক, সুলতান আহমদ, বিলাল আহমদ, লোকমান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি







