গোয়াইনঘাটে জামায়াতের কেন্দ্রভিত্তিক প্রধান এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৭:০৭:৩৬ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রভিত্তিক প্রধান এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় গোয়াইনঘাট প্রেসক্লাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর আবুল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী ইমরান আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা জমায়াতের সেক্রেটারী জয়নাল আবদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পেশাজীবী সংগঠনের সহসভাপতি সাইদুরর হমান, সহসভাপতি মো. জাকারিয়া, উপজেলা নায়েবে আমীর ডা. আব্দুন নূর ও মাওলানা ফয়েজ আহমদ।







