বিয়ানীবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৭:১১:১১ অপরাহ্ন

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন কর্তৃক বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের আয়োজন করা হয়।
মরহুম মোঃ শফিক উদ্দিন ও মরহুমা কমরুন নেছা স্মরণে দেউলগ্রামের প্রবাসী হোসনা রহমান গেনী’র সৌজন্যে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প-এ প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা ক্যাম্পে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী কর্তৃক হৃদরোগ, ডায়াবেটিস, শিশু রোগ, গাইনী ও প্রসূতি সেবা, পাইলস-ফিস্টুলা সেবা এবং জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং, রক্ত স্বল্পতা পরীক্ষা ও সেবা, ডায়াবেটিস পরীক্ষাসহ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।
এসময় বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের ট্রাস্টি ও ফান্ডরাইজিং ডাইরেক্টর প্রবাসী মোঃ মুয়াজ্জেম উদ্দিন ক্যাম্পের সার্বিক স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি







