ঢাকাদক্ষিণে মক্তব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৭:১৩:০৬ অপরাহ্ন

জালালাবাদ ইমাম সমিতি ঢাকাদক্ষিণ ইউপি শাখার ব্যবস্থাপনায় ও প্রবাসী হাফিয মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ’র অর্থায়নে প্রথম মক্তব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।শনিবার সকাল ৮টায় ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে শুরু হওয়া এ আয়োজন বাদ জোহর পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের অন্তর্গত ১৯টি মসজিদ থেকে ৮৪ জন প্রতিযোগি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ফাইনালে শীর্ষ দশ প্রতিযোগির নাম ঘোষণা করা হয়। এর মধ্যে প্রথম স্থান: আমাতুল্লাহ আরিহা রুহমা (বায়তুল আমান নিশ্চিন্ত) ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান: মুমিনুর রহমান রাফি (সুনামপুর কেন্দ্রীয় জামে মসজিদ) ৩ হাজার টাকা, তৃতীয় স্থান: মো. রায়হান হোসেন রাহমান (সুনামপুর কেন্দ্রীয় জামে মসজিদ) ২ হাজার টাকা। এছাড়া ৪র্থ থেকে ১০ম পর্যন্ত প্রত্যেককে ক্রেষ্টসহ নগদ ৫০০ টাকা এবং সকল বিজয়ীকে ক্রেস্ট প্রদান করা হয়।
মক্তব প্রতিযোগিতার ব্যবস্থাপক ও জালালাবাদ ইমাম সমিতি ঢাকাদক্ষিণের প্রচার সম্পাদক হাফিয নোমান মাহফুজ ও হাফিয ইফতেখার হুসেন তাওসিফের যৌথ সঞ্চালনায় জালালাবাদ ইমাম সমিতি ঢাকাদক্ষিণ ও মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারীর সভাপতিত্বে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সহ সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন হেলালী, অর্থ সম্পাদক মাওলানা ছফির উদ্দিন, মক্তব কল্যাণ সম্পাদক মাওলানা আবুল হারিছ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ ইমাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাফিয মাওলানা হোসাইন আহমদ, জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ এর উপদেষ্টা হাফিয মাওলানা মনসুর আহমদ, জালালাবাদ ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মুফতি খায়রুল আমিন মাহমুদি, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম চৌধুরী।
বিচারকের দায়িত্ব পালন করেন উত্তর ঘোষগাঁও বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মনিরুজ্জামান, বাঘা আনসার মহল্লা জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জুবায়ের আহমদ, ডামপাল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল খালিক, কিছমত মাইজভাগ গোলাগাও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল্লাহ। বিজ্ঞপ্তি







