গ্রাম আদালত গ্রামীণ মানুষের ভরসার জায়গা: অতিরিক্ত সচিব
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৭:৩০:৫১ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি : স্থানীয় সরকার বিভাগ এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় জাতীয় প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান বলেছেন, গ্রাম আদালত বাংলাদেশের প্রেক্ষাপটে অতিগুরুত্বপূর্ণ একটি বিচার মাধ্যম। গ্রামের সাধারণ মানুষ এখানে এসে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে ন্যায় বিচার পাচ্ছেন। গ্রাম আদালত গ্রামীণ মানুষের অন্যতম ভরসার জায়গা। বিচার পেতে যেসব প্রতিবন্ধকতা সামনে আসছে সরকার তা সমাধানের চেষ্টা করছে। গ্রাম আদালতকে আরো অর্থবহ করে তুলতে হবে। এর সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এরজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন ও অংশীজনদের সাথে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুগ্ম সচিব মোহাম্মদ সামছুল হক, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মতিউর রহমান খান, শান্তিগঞ্জ থানার ওসি আবদুল আহাদ, শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ঝিনুক রানী দাস, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমদ, সমবায় কর্মকর্তা মাসুদ হাসান, জয়কলস ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবুজ মিয়া, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা বেগম ও যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, ইউপি সদস্য লিটন মিয়া প্রমুখ।
এসময় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।







