দক্ষিণ সুরমায় ব্যারিস্টার সালামের উদ্যোগে গণমিছিল
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৭:৩২:৩৮ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এম এ সালাম ৩১ দফার সমর্থনে গণসমাবেশ ও গণমিছিল করেছেন।
শনিবার বেলা তিনটায় দক্ষিণ সুরমার সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল পয়েন্টে গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এম এ সালাম বলেন, আমাদের নেতা এদেশের মুক্তিকামী জনগণের আশা আকাঙ্কার প্রতীক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে জনে জনে পৌছে দিতে হবে। এই ৩১ দফা শুধু দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বস্তারের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের পরিচালনায় পরিচালনায় গণসমাবেশে সিলেট জেলা বিএনপির সহ সভাপতি আব্দুন নুর চেয়ারম্যান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি গোলাম রব্বানী, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেল, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম আহমদ নেহার, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, আফজল হোসেন চেয়ারম্যান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, বিএনপি নেতা আব্দুল মঈন, সৈয়দ বদরুজ্জামান খিজির, বালাগঞ্জ উপজেলা যুবদলের আহŸায়ক ফয়জুল হক মেম্বার, সিনিয়র যুগ্ম আহŸায়ক সেলিম আহমদ, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু, লিটন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা মিফতাউল কবির মিফতা, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহŸায়ক মিজানুর রহমান মিজান, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল মারুফসহ জেলা, মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি







