শাকসুর রোডম্যাপ ঘোষণা সোমবার
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৮:৩৩:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হবে সোমবার। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী এই রোডম্যাপ ঘোষণা করবেন। ফলে আাগমীকালই শাকসু নির্বাচনের তারিখ স্পষ্ট জানা যাবে।
ক্যাম্পাস সূত্র জানায়, গত ১৯ অক্টোবর শাকসু নির্বাচনের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় সাধারণ শিক্ষার্থীরা। ঘোষিত সময়সীমা অনুযায়ী নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রশাসনের টনক না নড়ায় গত বুধবার (২২ অক্টোবর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে লাগাতার ধর্মঘট কর্মসূচী শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ২৭ অক্টোবর শাকসুর রোডম্যাপ ও নির্বাচন কমিশন গঠনের কথা জানান। পরে প্রো-ভিসির আশ্বাসে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে শিক্ষার্থীরা।
আগামীকাল সোমবার শাকসুর রোডম্যাপ ঘোষণা করা হলে দীর্ঘ ২৮ বছর পর আলোর মুখ দেখবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন। শাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। সর্বশেষ ১৯৯৭ সালে শাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়।







