অযত্ন অবহেলায় পড়ে আছে অর্ধ কোটির টেনিস কোর্ট
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৮:৩৩:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অযত্ন অবহেলায় পড়ে আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) টেনিস কোর্ট। অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এই টেনিস কোর্ট শিক্ষক-কর্মকর্তাদের জন্য তৈরি করা হলেও সেখানে কেউ খেলতে যান না। ফলে কার্টটি এখন আগাছায় ভরা পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, অপ্রয়োজনীয় খাতে টাকা খরচ করে জনগণের অর্থের অপচয় করা হচ্ছে। এই প্রকল্পতে সরকারি কোষাগারের অর্ধ কোটি টাকা খরচ করা হয়েছে। অথচ টেনিস কোর্টটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই ধরণের অপ্রয়োজনীয় প্রকল্প টাকা লুটপাটের জন্য করা হয় বলে মনে করছেন সিনিয়র শিক্ষকরা।
তবে শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ইনডোর স্পোর্টস সুবিধা না থাকায় অব্যবহৃত কোর্টটি সংস্কার করে ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে রূপান্তর করা হোক। ফলে অর্ধ কোটি টাকার টেনিস কোর্টটি কিছুটা হলেও কাজে লাগবে।
জানা গেছে, প্রাথমিকভাবে টেনিস কোর্টটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৫১ লাখ টাকা, তবে কাজ শেষে ব্যয় হয় ৫০ লাখ ১০ হাজার টাকা। ২০২২ সালের অক্টোবর মাসে কোর্টটি উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের অল্প কিছুদিনের মধ্যে কোর্টটি খেলার অনুপযোগী হয়ে পড়ে। কোর্টটি নির্মাণে নি¤œমানের উপকরণ ব্যবহার করা হয়েছিল অভিযোগ উঠে। বিষয়টি স্বীকারও করেছিলেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পরে কোর্টটি সংস্কারের উদ্যোগ নেয় প্রশাসন। নতুন করে সুরক্ষা জালও বসানো হয়। তবুও কোনো শিক্ষক-কর্মকর্তা সেখানে খেলতে যান না।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে কোর্টের ভেতরের নেট ছিঁড়ে গেছে। হার্ড কোর্টের ওপর জন্মেছে শ্যাওলা ও ঘাস। চারপাশ থাকা গাছের ডালপালা মাঠের ভেতরে ঢুকে পড়েছে। সুরক্ষা জালে ঝুলছে আগাছা ও লতাপাতা, ফলে নতুনভাবে সংস্কার করা জালটিও এখন নষ্ট হয়ে যাচ্ছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম জালালাবাদকে বলেন, বিশ্ববিদ্যালয় ক্লাব টেনিস কোর্টটি দেখভাল করার দায়িত্বে রয়েছে। টেনিস কোর্টটি কেন অব্যবহৃত অবস্থান পড়ে আছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলব।







