আসছে শরিয়াহ-ভিত্তিক ডিজিটাল ব্যাংক ‘মুনাফা’
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৮:৩৮:৪১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশে আসছে শরিয়াহ-ভিত্তিক ডিজিটাল ব্যাংক ‘মুনাফা’। প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছে আকিজ রিসোর্স। বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পেলে এটিই হবে দেশের প্রথম শরিয়াহ-ভিত্তিক ডিজিটাল ব্যাংক। লাইসেন্স পেলে মুনাফা ডিজিটাল ব্যাংক ২০৩০ সালের মধ্যে ২ কোটি সক্রিয় অ্যাকাউন্ট এবং ৩৫ লাখ ডিজিটাল কনজিউমার ফাইন্যান্স গ্রাহক অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের আবেদন জমা দেওয়ার সময়সীমা ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ২ নভেম্বর পর্যন্ত করেছে। ফলে নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে জানা যাবে, কয়টি ডিজিটাল ব্যাংক লাইসেন্স পাচ্ছে।
ফ্যাসিস্ট হাসিনার সরকারের সময়ে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগটি নেওয়া হয়েছিল। সেসময় ৫২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এর মধ্যে নগদ ও কড়ি-এই দুটি অনুমোদন পেলেও অর্থায়ন নিয়ে জটিলতার কারণে তাদের কার্যক্রম স্থগিত ছিল।
আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, প্রস্তাবিত ব্যাংকের নাম ‘মুনাফা ইসলামিক ডিজিটাল ব্যাংক’। এটি হবে সম্পূর্ণ শরিয়াহ-ভিত্তিক ডিজিটাল ব্যাংক। আমরা এমন একটি ইসলামিক ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যা অংশীদারিত্বভিত্তিক লাভ-বণ্টন, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করবে। তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা বেশ কয়েকজন বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করেছি। তাদের অনেকেই গভীর আগ্রহ প্রকাশ করেছেন।







