বিশ্বম্ভরপুরে গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও টিকাদান
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৩:১৫:০২ অপরাহ্ন
বিশ্বম্ভরপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে গবাদিপশু, হাঁস মুরগি ও পোষ্য প্রাণিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও টিকা প্রদান করা হয়েছে।
শুক্রবার উপজেলার পলাশ বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ইন্টার্নশিপ সেলের আয়োজনে এবং বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কর্মসূচিতে সহযোগিতায় ছিল এক্মি, এসকেএফ।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ মেডিসিন বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ সার্জারী প্রফেসর ড. মো. কাওসার হোসেন, সিলেট বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ডেইরি প্রফেসর ড. সুদেব সাহা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ড. সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আশাদুজ্জামান, তাহিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুনুর রশিদ, পলাশ ইউপির প্যানেল চেয়ারম্যান স্বপন পাল প্রমুখ।
এসময় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নশিপের ছাত্র-ছাত্রী ও বিশ্বম্ভরপুর প্রাণিসম্পদ অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার ৩ শতাধিক গবাদিপশু ও প্রাণিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি







