দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিতে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে: মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ৬:১২:৫০ অপরাহ্ন

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকার পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে সৎ নেতৃত্বকে বিজয়ী করে ক্ষমতায় পাঠাতে হবে। এদেশে সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ঠাঁই হবেনা। আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি বলেন, জামায়াত একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। জামায়াতের হাতেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ। কারণ জামায়াত একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে। যারা আল্লাহর জন্য কাজ করে তাদেরকে দমিয়ে রাখা যাবেনা।
তিনি শনিবার বিকেলে নগরীর শিবগঞ্জ লামাপাড়ায় সেন্টার কমিটি গঠন ও এলাকাবাসীর সাথে অনুষ্ঠিত মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
লামাপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী মো: ফারুক আহমদের সভাপতিত্বে ও মোহিনী সমাজ কল্যাণ সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন রনির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন লামাপাড়া জামে মসজিদের সেক্রেটারি মামুন বক্ত কয়েছ, লামাপাড়া এলাকার মুরব্বি খলিলুর রহমান কুটু, উস্তার মিয়া, হাবিবুর রহমান বাচ্চু, শাহিদুর ইসলাম খান, কুতুব উদ্দিন চৌধুরী, বশির মিয়া, উমেদ খান, আবির আহমদ আমরুছ ও জামাল আহমদ প্রমূখ। সভায় নির্বাচন পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে ৪০০ সদস্য বিশিষ্ট সেন্টার কমিটি গঠন করা হয়।







