কালীঘাটে আরিফুল হকের ৩১ দফার প্রচারণা
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ৬:১৯:২৯ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণ ভোটের জন্য মুখিয়ে আছে। রাজনৈতিক দলগুলোও প্রস্তুত। তারপরও নির্বাচনী ষড়যন্ত্রের তথ্য শুনা যাচ্ছে। কিন্তু এসব ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।
রোববার সকাল ১০টা থেকে নগরীর কালীঘাট ও মহাজনপট্টিসহ আশপাশের এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারণাকালে এ কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা শুক্কুর, বন্দরবাজার জামে মসজিদের সভাপতি কয়ছর আহমদ, ব্যবসায়ী কয়েছ আহমদ ও বিএনপি নেতা জলিল প্রমুখ। বিজ্ঞপ্তি







