৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে: ড. এনামুল হক
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ৬:২৬:১৮ অপরাহ্ন

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, পতিত ফ্যাসিবাদী শাসনে রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। এই রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের রূপরেখা প্রণয়ন করেছেন। এর মাধ্যমে আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ইতোমধ্যে জনগণের মাঝে এটি নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তাই তৃণমূল নেতাকর্মীদেরকে আমাদের অভিভাবকের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তিনি শনিবার রাতে গোলাপগঞ্জ উপজেলার কারখানা বাজারে সদর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মল্লিক মিয়ার সভাপতিত্বে, সিলেট ল’ কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা লাল মিয়া, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, মহানগর কৃষকদলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহŸায়ক এনামুল হক এনাম, সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির দপ্তর সম্পাদক আফাজ উদ্দিন ও জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক নুর আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল মুরছালিন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছফর উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মিয়া, ছাত্রদল নেতা ছানা মিয়া ও যুবদল নেতা ফরহাদ রেজা প্রমূখ। বিজ্ঞপ্তি







